ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ কার্যক্রম

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২২ পিএম, ১০ নভেম্বর ২০২৫

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ কার্যক্রমের মাধ্যমে মশানিধন, সচেতনতামূলক প্রচারণা ও রোগ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোমবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ পদক্ষেপের কথা জানায় ডিএনসিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসির এলাকার এক হাজার ২৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে এডিস মশা নিয়ন্ত্রণে ‘ক্লিন স্কুল: নো মসকিউটো’ শীর্ষক বিশেষ মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় ব্র্যাক ও ডিএনসিসির যৌথ উদ্যোগে ‘অপারেশন ক্লিন হোম: হেলথ লাইভস’ কর্মসূচিও বাস্তবায়ন করা হয়েছে। ৩৪ দিনের এ কর্মসূচিতে ২৫টি ওয়ার্ডে ৩৪টি অভিযান সম্পন্ন হয়েছে। এছাড়া ডেঙ্গু ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে তিন দিনব্যাপী ‘অপারেশন ক্লিন টুডে, সেফ টুমরো’ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ ছাড়া সিডিসির সহায়তায় কীট তাত্ত্বিক জরিপ পরিচালনা করা হয়েছে। মশকনিধন কার্যক্রমের তদারকি বাড়ানোর জন্য বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডকে (বিএমটিএফ) নিয়োজিত করা হয়েছে এবং মশক সুপারভাইজারদের সংখ্যা বাড়ানো হয়েছে। অনলাইন ড্যাসবোর্ড গঠনের মাধ্যমে ডেঙ্গু সম্পর্কিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। উত্তরার ১০টি সেক্টরে পরিবেশ বান্ধব মশক ট্র্যাপ স্থাপন প্রক্রিয়া চলমান আছে। শহরের প্রায় ৩৩০০ নির্মাণাধীন বাড়িতে অভিযান পরিচালনা করা হয়েছে। হাসপাতালগুলোতে ক্রস ট্রান্সমিশন বন্ধের জন্য মসকিউটো ট্র্যাপ পাঠানো হয়েছে।

নার্সারি মালিক এবং রিহ্যাবের মালিকদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় করা হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সঙ্গে যৌথভাবে এসআইটির উপযুক্ততা পরীক্ষা করা হয়েছে। অধিকতর কার্যকর জৈব কীটনাশক বিটিআই পরীক্ষামূলক ব্যবহার করা হয়েছে এবং বিটিআই ক্রয় প্রক্রিয়াধীন আছে বলে জানায় ডিএনসিসি।

এমএমএ/এমএএইচ/এমএস