ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হাজারীবাগে নির্মাণশ্রমিকের গলায় ফাঁস

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ১২:১১ পিএম, ২০ নভেম্বর ২০২৫

রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকার একটি বাসায় নাজমুল ইসলাম (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি পেশায় পেশায় নির্মাণশ্রমিক ছিলেন।

বুধবার (১৯ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ভোর পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আবুল বাশার জানান, তার ছেলে পারিবারিক কলহের জেরে রাগ করে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে তারা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত নাজমুল ইসলামের বাড়ি বরগুনা সদর উপজেলার উববুনিয়া এলাকায়। বর্তমানে ঝাউচর লাইফ কেয়ার হাসপাতালের পেছনের একটি বাসায় ভাড়া থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এমকেআর/এএসএম