ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকায় বাড়িভাড়া নির্ধারণ করে দেবে উত্তর সিটি: প্রশাসক এজাজ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ২৭ নভেম্বর ২০২৫

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোন এলাকায় বাড়িভাড়া কত হবে তা নির্ধারণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার প্রশাসক মোহাম্মদ এজাজ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ডিএনসিসির কার্যালয় নগর ভবনে এক গোলটেবিল বৈঠকে এ তথ্য জানান তিনি। বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের ন্যায্যতা এবং অধিকার বিষয়ে এ বৈঠকের আয়োজন করে উত্তর সিটি করপোরেশন। এতে বাড়িওয়ালা, ভাড়াটিয়াসহ অংশীজনরা উপস্থিত ছিলেন।

বুধবার (২৬ নভেম্বর) ‘ঢাকায় বছর ঘুরলেই বাড়ে বাসা ভাড়া’ শিরোনামে জাগো নিউজে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্য ডিএনসিসির প্রশাসক এজাজ বলেন, ‘কোন এলাকায় কত ভাড়া হতে পারে, সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত, আমরা সেটার একটি নীতিগত গাইডলাইন দেব। স্থানীয় জমির বর্তমান দামসহ সবকিছু মাথায় রেখে একটি সম্ভাব্য ভাড়ার তালিকা দেব। আইন হতে হবে বাস্তবসম্মত। আমরা এটি ডিসেম্বরের মধ্যে রেডি করতে পারবো আশা করছি, যেন নতুন বছর থেকে সবার সহযোগিতায় কার্যক্রমগুলো শুরু করতে পারি।’

ঢাকায় বাড়িভাড়া নির্ধারণ করে দেবে উত্তর সিটি: প্রশাসক এজাজ

‘বাড়িভাড়া আইন আছে। যদিও এ বিষয়ে জানা নিয়ে অনেকের মধ্যে গ্যাপ আছে। আমরা সেই বাড়িভাড়া আইনের আলোকেই কাজ করবো। আইনের ব্যাখ্যা করে ক্যাম্পেইন করবো, সচেতন করবো সবাইকে,’ যোগ করেন তিনি।

বাড়িভাড়া নিয়ে ভাড়াটিয়া ও মালিকের মধ্যে চুক্তিনামা কেমন হবে তার নমুনা ডিএনসিসির ওয়েবসাইটে থাকবে জানিয়ে প্রশাসক বলেন, ওয়ার্ডভিত্তিক ভাড়াটিয়া-বাড়ির মালিকদের সমিতি থাকতে হবে। যেন সব পক্ষই তাদের ন্যায্য অধিকার আদায় করতে পারে। সেখানে যদি কোনো সমাধান না করা যায়, পরবর্তীতে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়ে যাওয়া ও কথা বলার সুযোগ থাকবে দুই পক্ষেরই।

এমএমএ/একিউএফ