সরকারি বাসার পানির বিল পুনর্নির্ধারণে পৌর কর অপরিবর্তিত থাকবে
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়/ফাইল ছবি
সরকারি বাসার পানির বিল পুনর্নির্ধারণ–সংক্রান্ত সাম্প্রতিক প্রজ্ঞাপনে পয়ঃকর ও পৌর করের হার উল্লেখ না থাকায় বিষয়টি স্পষ্ট করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
সম্প্রতি জারি করা পরিপত্রে জানানো হয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ২০২৪ সালের ৩০ জানুয়ারির স্মারকের আলোকে শুধুমাত্র ‘এফ’ টাইপ ও তদূর্ধ্ব শ্রেণির সরকারি বাসার পানির বিল পুনর্নির্ধারণ করে চলতি বছরের ১৯ জুন প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তবে সেই প্রজ্ঞাপনে পয়ঃকর ও পৌর করের হার উল্লেখ ছিল না।
পরিপত্রে আরও বলা হয়, ১৯৯৫ সালের ১ মার্চ প্রশাসন শাখা-২ থেকে জারি করা পূর্ববর্তী প্রজ্ঞাপন অনুযায়ী, বিভিন্ন শ্রেণির সরকারি বাসার ইউটিলিটি বিলের যে হার নির্ধারিত ছিল, পয়ঃকর ও পৌর কর সেসব পূর্বের হার অনুযায়ীই বহাল থাকবে।
‘সুপিরিয়র’ শ্রেণিতে ইউটিলিটি বিলের অপরিবর্তিত হার (প্রতি মাসে) পানির বিল ৪৭০ টাকা, পয়ঃকর ৭৫ টাকা ও পৌর কর ৪৫ টাকা। ‘এফ’ শ্রেণির ক্ষেত্রে পানির বিল ৭০৬ টাকা, পয়ঃকর ৯০ টাকা ও পৌর কর ৫০ টাকা।
পরিপত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে পূর্বনির্ধারিত হার অনুসরণ করে ইউটিলিটি বিল আদায়ের নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।
আরএমএম/এমএমকে/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ নানা মাধ্যমে গণভোট নিয়ে অপপ্রচার চলছে: সিএ প্রেস উইং ফ্যাক্ট
- ২ গণভোটে অংশ নিন, ‘হ্যাঁ’ তে সিল দিন: প্রধান উপদেষ্টা
- ৩ ১ ফেব্রুয়ারির মধ্যে রাজউকের সার্ভার সচলের আশ্বাস চেয়ারম্যানের
- ৪ শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে কারাদণ্ড-জরিমানা
- ৫ জঙ্গল সলিমপুরে অভিযানকালে গুলিতে র্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩