প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মহিবুল হাসানকে প্রত্যাহার
প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক ডা. মোহাম্মদ মহিবুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে জানানো হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক ডা. মোহাম্মদ মহিবুল হাসানকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করে নিজ কর্ম-অধিক্ষেত্রে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।
এজন্য তার চাকরি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
আরএমএম/এমকেআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ জুলাই অভ্যুত্থানের তথ্য সংরক্ষণ করবে ‘মনসুন প্রোটেস্ট আর্কাইভস’
- ২ হজে বাংলাদেশি ২০% যাত্রী যাবেন মদিনা দিয়ে, ফিরবেন ৩০ শতাংশ
- ৩ আজকের আবহাওয়া: ঢাকায় কমছে তাপমাত্রা, অনুভূত হচ্ছে শীত
- ৪ প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মহিবুল হাসানকে প্রত্যাহার
- ৫ ট্রেনে ভুল করে ফেলে যান মোবাইল ফোন-ব্যাগ, ৯৯৯ ফোনকলে উদ্ধার