ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে মানি লন্ডারিং বেঞ্চ বুক উদ্বোধন

কূটনৈতিক প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫

মানি লন্ডারিং সংক্রান্ত মামলার বিচারিক সক্ষমতা জোরদার এবং আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে ‘মানি লন্ডারিং বেঞ্চ বুক’ উদ্বোধন করা হয়েছে।

গতকাল শুক্রবার ঢাকার এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ঢাকার মার্কিন দূতাবাস, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় এই বেঞ্চ বুক উদ্বোধন করা হয়। যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রায় এ তথ্য জানান।

শনিবার (১৩ ডিসেম্বর) মার্কিন দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন
জুলাই অভ্যুত্থানকে নস্যাতের ষড়যন্ত্র রুখতে দলগুলোর ঐক্যের ডাক 
হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চাইলো পুলিশ 

পূর্ণিমা রায় বলেন, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট অব জাস্টিসের অফিস অব ওভারসিজ প্রসিকিউটোরিয়াল ডেভেলপমেন্ট, অ্যাসিসট্যান্স অ্যান্ড ট্রেনিং (ওপড্যাট)- এর সহায়তায় প্রণীত এই বেঞ্চ বুক মানি লন্ডারিং মামলার বিচারক, সরকারি কৌঁসুলি ও তদন্ত কর্মকর্তাদের জন্য একটি ব্যবহারিক দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, এই গ্রন্থ বিচারিক সক্ষমতা বৃদ্ধি, মানি লন্ডারিং প্রতিরোধ কাঠামোর কার্যকর ব্যবহার, আর্থিক খাতে সুশাসন রক্ষা এবং স্থিতিশীল বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদারে সহায়ক ভূমিকা রাখবে।

জেপিআই/কেএসআর