ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মিতু হত্যা : গ্রেফতার মনিরের বাসা থেকে অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৮:১৯ এএম, ২৮ জুন ২০১৬

চট্টগ্রামে আলোচিত এসপিপত্নী মিতু হত্যায় ব্যবহৃত দুটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে গ্রেফতার মনিরের বাসা থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাশ ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাতে নগরীর বাকলিয়া এলাকা থেকে এহতেশামুল হক ভোলা ও মনিরকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। পরে ভোলার দেয়া তথ্য মতে তার কর্মচারী মনিরের বাসা থেকে একটি রিভলবার, একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

দেবদাশ ভট্টাচার্য বলেন, গ্রেফতারের পর  ভোলার দেয়া তথ্য মতে মনিরের বাসা থেকে একটি রিভলবার, একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মিতু হত্যার পর ভোলা অস্ত্র দুটি মনিরকে রাখতে দিয়েছিল। তবে অস্ত্র দুটি আসলে ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল কি না তা জানতে পরীক্ষা করা হবে।

জীবন মুছা/আরএস/পিআর

আরও পড়ুন