ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীর রাস্তায় গাড়ি নেই : ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত: ০৩:৪০ এএম, ০৫ জানুয়ারি ২০১৫

বিএনপি-আ.লীগের সমাবেশকে ঘিরে নাশকতার আশঙ্কায় সোমবার সকাল থেকে রাজধানীতে ব্যাপক পরিবহন সংকট দেখা দিয়েছে। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গণপরিবহনে চলাচলকারি যাত্রীরা।

এর আগে রোববার সন্ধ্যা থেকেই রাজধানীতে পরিবহন সংকট দেখা দেয়।

সোমবার সকাল পৌনে আটটায় রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, পাঁচ শতাধিকেরও বেশি মানুষ গাড়ির অপেক্ষায় থেকে কোনো গাড়ি না পেয়ে কেউ রিকশা, কেউ বা হেঁটেই অফিসের উদ্দেশ্যে রওয়ানা দেন।

একই অবস্থা গাবতলী, কল্যাণপুর, শ্যামলী, আগারগাঁও, খামারবাড়ী ও মহাখালীতেও।

খামারবাড়ী থেকে মহাখালী আসার পথে কথা হয় লেগুনা চালক আমজাদের সঙ্গে। তিনি জাগোনিউজকে বলেন, আমার কোনো দলকেই ভালো লাগেনা। এরা কেউ ভালো না। সরকার থাকলেও বিপদ না থাকলেও বিপদ। প্রতিদিন সরকারদলীয় লোকজনকে চারশ টাকা চাঁদা দিয়ে গাড়ি বের করতে হয়। আমজাদ অভিযোগ করেন, রোববার গাড়ি বের করলেও যাত্রীর সংখ্যা খুব কম ছিল, কিন্তু তারপরও তাদের চাঁদা দিতে হয়েছে।

তিনি আরো বলেন, আমি রাজনীতি বুঝি না। তারপরও বলব দুইটা দলেই দেশটাকে শেষ করে দিল। গরীব মানুষকে বিপদে ফেলেই দুই দল রাজনীতি করছে।