ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মিয়ানমারে ডিজেল-সিমেন্ট পাচারকালে বঙ্গোপসাগরে নৌকাসহ আটক ১১

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫

মিয়ানমারে পাচারকালে এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্ট ও একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী।

শনিবার (২৭ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব সুরক্ষার পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নৌবাহিনী নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে। গতকাল শুক্রবার বঙ্গোপসাগরে টহল চলাকালে কুতুবদিয়া বহির্নোঙর এলাকা থেকে অবৈধভাবে মিয়ানমারে পাচারকালে এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্ট ও একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ১১ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি পাচারকারী চক্র ইঞ্জিনচালিত নৌকার মাধ্যমে সমুদ্রপথে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে নৌবাহিনী।

এ সময় নৌবাহিনী জাহাজ শহীদ মহিবুল্লাহ কুতুবদিয়া বাতিঘর থেকে ৪২ মাইল অদূরে সন্দেহজনক মাছ ধরার একটি নৌকা শনাক্ত করে।

মিয়ানমারে ডিজেল-সিমেন্ট পাচারকালে বঙ্গোপসাগরে নৌকাসহ আটক ১১

নৌবাহিনী জাহাজ নৌকাটিকে থামার সংকেত প্রদান করলে নৌকাটি গতিপথ পরিবর্তন করে পালানোর চেষ্টা করে। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শহীদ মহিবুল্লাহ ধাওয়া করে ‘এফবি অঙ্কিতা অন্বেষা’ নামক নৌকাটিকে আটক করে।

আটক নৌকাটি তল্লাশি করে এক হাজার লিটার ডিজেল এবং ৬৫০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়। এ সময় চোরাকারবারের সঙ্গে সংশ্লিষ্ট ১১ জন সদস্যকেও আটক করা হয়।

আটক ব্যক্তিদের বরাত দিয়ে আইএসপিআর আরও জানিয়েছে, অধিক মুনাফা লাভের আশায় ডিজেল ও সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পরে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের অইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।

সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে সন্ত্রাস, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনীর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানায় আইএসপিআর।

টিটি/ইএ/এমএস