যৌথ বাহিনীর অভিযানে ২৮ অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৩২৫
নারায়ণগঞ্জের মুন্সীপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, মাদক, নগদ অর্থ ও অন্যান্য সরঞ্জামাদিসহ গ্রেফতার ব্যক্তিরা/ছবি: সংগৃহীত
সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে সাত দিনে সারাদেশে ২৮টি অবৈধ অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত ৩২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, গত ৯ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত পরিচালিত এই যৌথ অভিযানে দেশের বিভিন্ন এলাকা থেকে ২৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪১৯ রাউন্ড গোলাবারুদ, ১৪টি ককটেল এবং দেশি-বিদেশি বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতার করা হয়েছে ৩২৫ জন অপরাধীকে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আইএসপিআর আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
টিটি/এমএমকে/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ প্রায় ৪০ বছর পর খুলে দেওয়া হলো ঢামেকের ঐতিহাসিক আমতলা গেট
- ২ পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রয়োজনে প্রবাসীদের দেশে ফেরত আনা হবে
- ৩ প্রাণী কল্যাণে ডিএনসিসি ও ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা
- ৪ ‘হ্যাঁ’ ভোট মানে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের পক্ষে সম্মতি
- ৫ নাগরিক সেবা বাড়াতে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে