মগবাজারে সিলিন্ডার বিস্ফোণ হয়ে এ্যাম্বুলেন্সে আগুন
রাজধানীর রমনা থানাধীন মগবাজার এলাকায় আদ-দ্বীন হাসপাতালের একটি এ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে মগবাজারের ওয়্যারলেস মোড়ে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের ডিউটি অফিসার নিলুফা ইয়াসমিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের একটি এ্যাম্বুলেন্সে গ্যাস সিলিন্ডার বিস্ফোণ হয়ে আগুন লাগে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সর্বশেষ - জাতীয়
- ১ ভোটের দিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ নির্বাচনে ২৫ হাজার ৫০০ বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে পুলিশ
- ৩ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গৌরবোজ্জ্বল সাফল্য
- ৪ ইভ্যালির রাসেলের বিরুদ্ধে ২৬৩ ও শামীমার বিরুদ্ধে ১২৮ পরোয়ানা
- ৫ প্রতি ভোটকেন্দ্রে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৫ সদস্য