আবারও খালেদার কার্যালয়ের নিরাপত্তা জোরদার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে মঙ্গলবার সকালে নিরাপত্তা ব্যবস্থা আবারও জোরদার করা হয়েছে। সব মিলিয়ে নিজ কার্যালয়ে তৃতীয় দিনের মতো আবরুদ্ধ রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
এর আগে সোমবার রাতে এ ব্যবস্থা কিছুটা শিথিল করা হয়েছিল। এ ব্যাপারে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ বলেন, সকাল থেকে এখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধু কার্যালয়ে এলাকাতেই দুইশ পুলিশ মোতায়েন করা হয়েছে। যা রাতের তুলনায় বেশি।
সর্বশেষ - জাতীয়
- ১ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ২ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৩ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৪ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস
- ৫ ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক বিষয়ে কাজ চলছে