ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

বিশ্বযুদ্ধে নিহতদের সমাধিতে মার্কিন রাষ্ট্রদূতের শ্রদ্ধা

কূটনৈতিক প্রতিবেদক | প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬

চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

জানা গেছে, সকাল ৮টার দিকে তিনি ওয়ার সিমেট্রি পরিদর্শনে যান। এসময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেন।

বিশ্বযুদ্ধে নিহতদের সমাধিতে মার্কিন রাষ্ট্রদূতের শ্রদ্ধা

বার্তায় উল্লেখ করা হয়, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন চট্টগ্রাম বিশ্বযুদ্ধ সমাধিক্ষেত্রে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে স্বাধীনতার লড়াইয়ে প্রাণ উৎসর্গকারী আমেরিকার পাইলট উইলিয়াম বি. রাইসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ব্রিটিশ সেনাবাহিনী এই সমাধিসৌধ প্রতিষ্ঠা করে। সূচনালগ্নে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈন্যদের প্রায় ৪০০ সমাধি ছিল।

জেপিআই/এসএনআর/এমএস