ঢাকা মেডিকেলে নার্সদের কক্ষে তালা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নার্সদের ব্যবহৃত একটি কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে থ্রোরাসিক বিভাগের চিকিৎসকরা।
মঙ্গলবার সকাল ৭টার দিকে চিকিৎসকরা হাসপাতালে ১১১ নম্বর ওয়ার্ডের পাশের একটি কক্ষে তালা দেয়।
হাসপাতালের জ্যেষ্ঠ নার্স সাবিনা শারমিন জানান, ১১১ নম্বর ওয়ার্ডের পাশে নার্সদের ব্যবহৃত কক্ষে সকাল থেকে তালা লাগিয়ে দিয়েছে থ্রোরাসিক বিভাগের চিকিৎসকরা।
এর আগেও ওই কক্ষে তালা দেয়া হয়েছিল। পরে হাসপাতালের পরিচালকের হস্তক্ষেপে তা খোলা হয়। অবিলম্বে তালা খুলে না দিলে কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শারমিন।
সর্বশেষ - জাতীয়
- ১ সাতক্ষীরায় হবে ১৪ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ব্যয় ১৪০ কোটি টাকা
- ২ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ৩ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৪ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৫ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস