১৯ ফেব্রুয়ারি ঢাকা আসছেন মমতা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ১৯ ফেব্রুয়ারি ঢাকা সফরে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় শেখ হাসিনার নিমন্ত্রণপত্র গ্রহণ করে ঢাকা সফরের এ সিদ্ধান্ত চূড়ান্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা সফর করবেন বলে জানা গেছে।
এ ব্যাপারে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সেক্রেটারি মোফাখ্খারুল ইকবাল বলেন, সোমবার সন্ধ্যায় কলকাতাস্থ উপ-হাইকমিশনার জকি আহাদসহ দুই কর্মকর্তাকে নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাওয়াতপত্র দিয়েছি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার ঢাকা সফর নিশ্চিত করে বলেছেন, ১৯ ফেব্রুয়ারি বিকেলে তিনি ঢাকায় যাবেন। নানা কর্মসূচিতে যোগ দিয়ে ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে ওইদিন রাতেই ঢাকা থেকে বিমানে কলকাতায় ফিরবেন।
সর্বশেষ - জাতীয়
- ১ সাতক্ষীরায় হবে ১৪ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ব্যয় ১৪০ কোটি টাকা
- ২ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ৩ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৪ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৫ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস