যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে মিলবে না নিয়মিত আপডেট
ছবি: সংগৃহীত
বরাদ্দের মেয়াদ শেষ হওয়ায় পূর্ণ কার্যক্রম পুনরায় শুরু না হওয়া পর্যন্ত ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজ নিয়মিত হালনাগাদ করা হবে না। তবে প্রয়োজনে জরুরি নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজটি বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিভিন্ন দিকনির্দেশনা, ভিসা ও কনস্যুলার সেবা সংক্রান্ত তথ্য, নিরাপত্তা সতর্কতা এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের হালনাগাদ তথ্য প্রকাশে ব্যবহৃত হয়ে আসছে। এ ছাড়া সাধারণ জনগণের জন্য দূতাবাসের বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ ঘোষণা এই পেজের মাধ্যমে জানানো হয়।
জেপিআই/এমএমকে
সর্বশেষ - জাতীয়
- ১ বিএনপি নেতাদের সঙ্গে কথিত ‘র’ কর্মকর্তার সাক্ষাতের ভাইরাল ছবিগুলো ভুয়া
- ২ সেতু বিভাগের নিয়োগ পরীক্ষায় অসদুপায়-প্রক্সি, ৩ জনের জেল-জরিমানা
- ৩ চমেক হাসপাতালে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ নির্বাচন সামনে রেখে রেলের ক্ষতিসাধন রোধে সতর্ক থাকার নির্দেশ
- ৫ ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে গ্রেফতার আরও ১১