ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে মিলবে না নিয়মিত আপডেট

কূটনৈতিক প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২৭ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬

বরাদ্দের মেয়াদ শেষ হওয়ায় পূর্ণ কার্যক্রম পুনরায় শুরু না হওয়া পর্যন্ত ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজ নিয়মিত হালনাগাদ করা হবে না। তবে প্রয়োজনে জরুরি নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজটি বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিভিন্ন দিকনির্দেশনা, ভিসা ও কনস্যুলার সেবা সংক্রান্ত তথ্য, নিরাপত্তা সতর্কতা এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের হালনাগাদ তথ্য প্রকাশে ব্যবহৃত হয়ে আসছে। এ ছাড়া সাধারণ জনগণের জন্য দূতাবাসের বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ ঘোষণা এই পেজের মাধ্যমে জানানো হয়।

জেপিআই/এমএমকে