ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

রাজধানীর রায়ের বাজারে আরএফএল বেস্টবাই

প্রকাশিত: ১১:৫৫ এএম, ০৬ জানুয়ারি ২০১৫

আরএফএল এর গৃহস্থালী প্লাস্টিক পণ্য ও ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রয়ের জন্য রাজধানীর ১৪৭/১ শেরে বাংলা রোড, রায়ের বাজারে আরএফএল এর বেস্টবাই আউটলেট চালু করা হয়েছে। সম্প্রতি আরএফএল এর পরিচালক আর এন পল আনুষ্ঠানিকভাবে বেস্টবাই আউটলেট উদ্বোধন করেন।

বেস্টবাই এর এজিএম মোঃ গিয়াস উদ্দিন বিশ্বাস জানান, আরএফএল সবসময় ক্রেতাদের চাহিদার প্রতি মনোযোগ রেখে নিত্যনতুন, রুচিশীল ও সেরা মানের পণ্য প্রস্তুত করে থাকে। বেস্টবাই আউটলেট-এ আরএফএল এর বালতি, জগ, মগ, বোল, চেয়ার, টুল, গ্যাসস্টোভসহ প্রায় ৩০০০ গৃহস্থালী প্লাস্টিক পণ্য পাওয়া যাবে। এছাড়াও ভিশন ব্র্যান্ডে এলইডি টিভি, মাইক্রোওয়েভ ওভেন, ইন্ডাকশন কুকারসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পাওয়া যাবে।

ঢাকার বাইরে সারাদেশে বেস্টবাই আউটলেট বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরএফএল বেস্টবাই এর এজিএম মোঃ গিয়াস উদ্দিন বিশ্বাস, অ্যাসিস্টেন্ট ব্র্যান্ড ম্যানেজার মেহেদী হাসান, সেলস্ ম্যানেজার মিজানুর রহমান এবং ভিজ্যুয়াল মার্চেন্ডাইজার ওমর শরীফসহ আরএফএল সেলস্ ও মার্কেটিং এর উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ী এবং গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজধানীর ওয়ারী, মালিবাগ-চৌধুরী পাড়া, মৌচাক, শেওড়াপাড়া, যাত্রাবাড়ী, সাভার, পোস্তগোলা, নবাবপুর, টঙ্গী, বসুন্ধরা-বারিধারা, সূত্রাপুর, লালবাগ, আজিমপুর, মিরপুর, আদাবর, মুগদা, রামপুরা, বাড্ডা, জিগাতলা, ফার্মগেট এবং ঢাকার বাইরে গাজীপুর, নারায়গঞ্জ, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, টাঙ্গাইলসহ বিভিন্ন স্থানে আরো ৫০টি ‘আরএফএল বেস্ট বাই আউটলেট’ চালু রয়েছে।