ডিএমপি থেকে বিদায় নিলেন বেনজীর
মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন কমিশনার বেনজীর আহমেদ। বুধবার সকাল ১০টায় ডিএমপি সদর দফতরে তাকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। একই সময়ে নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন আসাদুজ্জমানা মিয়া।
জানা যায়, সকাল ১০টায় বিদায়ী কমিশনার বেনজীর আহমেদ নতুন কমিশনার আসাদুজ্জামানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এরপর প্রথা অনুযায়ী তাকে সশস্ত্র সালাম ও গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় নতুন কমিশনারসহ ডিএমপি সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে দীর্ঘ প্রায় ৪ বছরের কর্মস্থল ছেড়ে যাওয়ার সময় কমিশনারকে অশ্রুসিক্ত দেখা যায়।
উল্লেখ্য, ২০১০ সালের ১১ অক্টোবর বেনজীর আহমেদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করেন। গত ৩০ ডিসেম্বর বেনজীর আহমেদকে র্যাবের মহাপরিচালক ও হাইওয়ে রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান মিয়াকে ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সর্বশেষ - জাতীয়
- ১ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ২ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৩ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৪ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস
- ৫ ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক বিষয়ে কাজ চলছে