ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে ড্রেন থেকে যুবতির লাশ উদ্ধার

প্রকাশিত: ০১:১৭ পিএম, ০৭ জানুয়ারি ২০১৫

রাজধানীর বিমানবন্দর এলাকার একটি ড্রেন থেকে এক যুবতির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা শ্বাসরোধ করে হত্যার পর লাশ ড্রেনে ফেলে দেয়া হয়েছে।

বুধবার বিকেলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় স্বামী জিয়াউর রহমানকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবতির নাম শাপলা আক্তার (১৯)। দক্ষিণখান ফরিদ মার্কেট এলাকায় স্বামী জিয়াউর রহমানের সঙ্গে বসবাস করতেন শাপলা। গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার ১০ মাইল এলাকায়।

বিমানবন্দর থানা পুলিশের ওসি শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে উত্তরা ১ নম্বর সেক্টর, ৮ নম্বর রোডের ৯ নম্বর বাসার পাশের একটি ড্রেন থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, শ্বাসরোধ করে হত্যার পরে ফেলে যাওয়া হয়েছে শাপলাকে।