ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

বিজিবি-পুলিশ প্রহরায় ২ হাজার ৭০০ গাড়ি চলাচল

প্রকাশিত: ০৮:০৬ পিএম, ০৯ জানুয়ারি ২০১৫

বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ২ হাজার ৭০০ বাস-ট্রাক ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে চলাচল করেছে। শুক্রবার রাতে বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জাগোনিউজকে জানান, বিজিবি এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সমন্বিত প্রহরায় ৮ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি (শুক্রবার) দুপুর ২টা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২ হাজার সাত শতাধিক যাত্রীবাহী বাস, জরুরি পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও অন্যান্য যানবাহন ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে নিরাপদে গমনাগমন করেছে। এর মধ্যে কক্সবাজার-চট্টগ্রাম রুটে ১১২টি, চট্টগ্রাম-ঢাকা রুটে ১ হাজার ৪৬টি, যশোর/সাতক্ষীরা-আরিচা-ঢাকা রুটে ১ হাজার ৪০৬টি, রাজশাহী-বগুড়া-যমুনা ব্রিজ-ঢাকা রুটে ১১৮টি এবং রংপুর-বগুড়া-যমুনা ব্রিজ-ঢাকা রুটে ৭০টি বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও অন্যান্য যানবাহন বিভিন্ন গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।

এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টিত যানবাহনের বহরের সঙ্গে দেশের বিভিন্নস্থান থেকে আরো যানবাহন বিভিন্নস্থানে যাতায়াত করেছে বলেও জানা গেছে।