ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ০২:৫১ এএম, ১০ জানুয়ারি ২০১৫

১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল ৭টায় রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর নিজ দল আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে শ্রদ্ধা জানান তিনি।

এরপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। এসময় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম উপস্থিত ছিলেন।

এছাড়া এসময় আরও উপস্থিত ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল কবির সেলিম, সাহারা খাতুন, মাহবুব-উল-আলম হানিফ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।