আখেরি মোনাজাত শুরু
তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। রোববার বেলা ১১টা ২০ মিনিটে শুরু হয় মোনাজাত। মোনাজাত পরিচালনা করছেন দিল্লীর মাওলানা মোহাম্মদ সা’দ। এর মাধ্যমে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
এর আগে রোববার ফজরের নামাজের পরই উর্দুতে হেদায়েতি বয়ান শুরু করেন ভারতের মাওলানা সা`দ। ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি গিয়াস উদ্দিন জানান, হেদায়েতি বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা ওয়াসিফুল ইসলাম ও মাওলানা জুবায়ের।
হেদায়েতি বয়ান শেষে মাওলানা সাদের পরিচালনায় আখেরি মোনাজাত শুরু হয়।
আখেরি মোনাজাতে অংশ নিতে বিএনপির লাগাতার অবরোধ আর শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লির আসেছেন তুরাগ তীরে।
ফজরের নামাজের পর থেকেই বিশেষ ট্রেন, বাসসহ বিভিন্নভাবে এসে ইজতেমা মাঠ ও তার আশপাশে অবস্থান নেন মুসল্লিরা।
টঙ্গীর পথে শনিবার মধ্যরাত থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে মোনাজাতে অংশ নিতে চার দিক থেকে মুসল্লিরা পায়ে হেঁটেই ইজতেমাস্থলে পৌঁছেন।
মাঠে পৌঁছাতে না পেরে কয়েক লাখ মানুষ কামাড়পাড়া সড়ক ও ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে ফজরের নামাজ পড়েন এবং আখেরি মোনাজাতের জন্য খবরের কাগজ, পাটি, সিমেন্টের বস্তা ও পলিথিন বিছিয়ে বসে পড়েন।
সকাল সাড়ে ৮টার মধ্যেই মুসল্লিদের ভিড় ইজতেমা মাঠের আশপাশের রাস্তা, অলিগলিতে ছড়িয়ে পড়ে। এছাড়াও বাসা-বাড়ি-কলকারখানা-অফিস-দোকানের ছাদে, যানবাহনের ছাদে ও তুরাগ নদীতে নৌকায় মুসল্লিরা অবস্থান নিয়েছেন।
আগামী ১৬ জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। ১৮ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ওই পর্বের বিশ্ব ইজতেমা শেষ হবে।