ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির ৩ সদস্যের সাক্ষাৎ

প্রকাশিত: ০৩:১৭ পিএম, ১১ জানুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করেছেন স্থায়ী কমিটির তিন সদস্য। রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় তারা গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।

তবে এই তিন স্থায়ী কমিটির সদস্য একত্রে কার্যালয়ে প্রবেশ করেননি। প্রথমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান লে. জে. (অব) মাহবুবুর রহমান, এরপর ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া কার্যালয়ে প্রবেশ করেন।

এর কিছুক্ষণ পরে প্রবেশ করেন খালেদা জিয়ার উপদেষ্টা এ জে মোহাম্মদ আলী। চেয়ারপারসনের গুলশানের একটি সূত্র তাদের প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন।