ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সন্ধ্যায় নামছে আট হাজার আনসার-ভিডিপি

প্রকাশিত: ০৮:৫৬ এএম, ১২ জানুয়ারি ২০১৫

রেলের নিরাপত্তা, ট্রেন চলাচল স্বাভাবিক রাখা ও নাশকতা রোধে সন্ধ্যার মধ্যে নামছে আট হাজারের বেশি আনসার ভিডিপি সদস্য। সারাদেশের ঝুঁকিপূর্ণ ১০৪১ পয়েন্টে, এবং প্রতি পয়েন্টে ৮ জন করে মোট ৮৩২৮ জন আনসার ও ভিডিপি সদস্য কাজ করবে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো.শরিফুল আলম।

তিনি জানান, বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সারাদেশে রেল চলাচল স্বাভাবিক ও রেল লাইনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রোববার এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় দ্রুত আনসার নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হয়। এরই প্রেক্ষিতে আজ সন্ধ্যা থেকেই ১০৪১টি পয়েন্টে নামছে ৮৩২৮ জন আনসার ও ভিডিপি সদস্য।





এসআরজে/