কমতে পারে শৈত্য প্রবাহ
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে বয়ে যাওয়া শৈত্য প্রবাহ কমে যেতে পারে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর বিভাগসহ টাঙ্গাইল, মাদারীপুর, সীতাকুন্ড, কুমিল্লা, শ্রীমঙ্গল, পাবনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কমে যেতে পারে।
এতে বলা হয়, মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এছাড়া আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।