রিয়াজ গুলিবিদ্ধ : সিআইডির স্থান পরিদর্শন, যুক্তরাষ্ট্রের নিন্দা
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের গুলিবিদ্ধ হওয়ার স্থান দুই নম্বর এলাকা পরিদর্শন করেছে পুলিশের সিআইডির ক্রাইম সিন ইউনিট। বুধবার সকাল এগারোটায় তারা ঘটনাস্থ পরিদর্শন করেন। এ সময় নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘটনাস্থল ঘিরে ফেলা হয়। পরে সেখান থেকে ঘটনার আলামত সংগ্রহ করেন সিআইডি টিম।
এদিকে, রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে রিয়াজ রহমানের দ্রুত আরোগ্য কামনা করা হয়। রাজনৈতিক কারণে এ ধরনের হামলার নিন্দা জানিয়ে তারা জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক বাংলাদেশে এ ধরনের হামলা গর্হিত কাজ উল্লেখ করে তারা সকল দলের কাছে সহিংসতা পরিহার করে সংযত আচরণের কথাও বলা হয়। এছাড়া সহিংসতা থেকে বিরত থেকে স্বাধীনভাবে রাজনৈতিক মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সনের বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়ে সাক্ষাৎ শেষে গতরাতে ফিরে যাওয়ার সময় ওয়েস্টিন হোটেলের সামনে দুর্বৃত্ত হামলার শিকার হন রিয়াজ রহমান। গুলিবিদ্ধ অবস্থায় বেরিয়ে আসার পর গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।