পঙ্কজ সরনের বাসায় এরশাদ-ইনু-তারেক
ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন তার বাসায় বৃহস্পতিবার রাতে এক নৈশভোজের আয়োজন করেন।
আর এতে অংশ নেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তারেক অাহমেদ সিদ্দিক, প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারপারসন এইচ এম এরশাদ।
এছাড়াও নৈশভোজে অংশ নেন জাপা নেতা সাবেক মন্ত্রী জিএম কাদের প্রমুখ।
তবে তাদের মধ্যে কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। এ ব্যাপারে নৈশভোজে অংশ নেওয়া কেউ কিছু জানাননি।
এদিকে ঢাকায় নিযুক্ত কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদেরও একটি বৈঠক হয়েছে। ওই বৈঠকের আলোচ্য বিষয়ও জানা যায়নি।
সর্বশেষ - জাতীয়
- ১ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ২ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৩ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৪ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস
- ৫ ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক বিষয়ে কাজ চলছে