ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আখেরি মোনাজাত শুরু

প্রকাশিত: ০৫:৩৩ এএম, ১৮ জানুয়ারি ২০১৫

বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সুখ,সমৃদ্ধি ও কল্যাণ কামনায় রোববার আখেরি মোনাজাত শুরু হয়েছে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন দিল্লীর মাওলানা মোহাম্মদ সা’দ। তাবলিগ জামাতের সবচেয় বড় জমায়েত বিশ্ব ইজতেমার সকাল ১১টা ২০ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়।

ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হওয়া এবারের দুই পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

তিন দিনব্যাপী দ্বিতীয় ও শেষ পর্বের বিশ্ব ইজতেমার কাযক্রম গত শুক্রবার ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়।

শেষ দিন রোববার বাদ ফজর উসুলে বয়ানের মধ্য দিয়ে দিনের কাযক্রম শুরুহয়। চলে সকাল ৯টা পর্যন্ত। এরপর তাশকিল ও হেদায়েতি বয়ান হয়। বয়ান পেশ করেন দিল্লীর মাওলানা মোহাম্মদ সা’দ।

তিনি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, ভ্রাতৃত্ব, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে আরবী ও উর্দু ভাষায় আখেরি মোনাজাত পরিচালনা করছেন। এর আগে গত ৯ থেকে ১১ জানুয়ারি প্রথম দফায় তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার কাযক্রম শেষ হয়।