ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১১:২১ এএম, ১৮ জানুয়ারি ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার দুপুরে স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বোমার আঘাতে গুরুতর আহত পুলিশ সদস্য শামীম মিয়াকে দেখতে যান। শনিবার সন্ধ্যায় রমনা পার্কের পাশের রাস্তায় এ বোমা হামলার ঘটনা ঘটে।

তিনি চিকিৎসকদের কাছে শামীম মিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তার সুচিকিৎসার নির্দেশ দেন। এসময় উপস্থিত পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে বোমাবাজ ও অগ্নিসংযোগকারীদের দ্রুত গ্রেফতার করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

পরে প্রধানমন্ত্রী একই হাসপাতালে চিকিৎসাধীন সাবেক সেনাপ্রধান জেনারেল মোস্তাফিজুর রহমানের কন্যা ডা. শাহানাজকে দেখতে যান।