গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর হামলার পরিকল্পনা আইএসআইএস`র
বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর হামলা চালিয়ে বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া বা আইএসআইএস। এজন্য বাংলাদেশী কিছু ব্যক্তির অর্থায়নে তারা বাংলাদেশ থেকে কর্মী সংগ্রহের চেষ্টা চালাচ্ছিল।
সোমবার ডিএমপি’র মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম।
রোববার দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী ও খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে আইএসআইএস এর বাংলাদেশের প্রধান সমন্বয়ক মো.সাখাওয়াতুল ইসলামসহ আরও তিন সহযোগীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন, মো. আনোয়ার হোসেন ওরফে বাতেন, মো. রবিউল ইসলাম ও মো. নজরুল ইসলাম।
এসময় তাদের কাছ থেকে জঙ্গি যোগাযোগে ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল, সিপিইউ, চার্জার, মডেম, পেনড্রাইভসহ বিভিন্ন প্রকার ডিভাইস উদ্ধার করে ডিবি পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম, বাংলাদেশ থেকে সদস্য সংগ্রহসহ, পাকিস্তান আইএসআইএস এর সাথে সম্পর্কের সমন্বয় করার কাজ করে আসছিল গ্রেফতারকৃতরা।
এখানে নজরুল ইসলামসহ বেশ কয়েকজন রয়েছেন আইএসআইএস এর অর্থযোগানদাতা। তারা বিভিন্ন দেশে সংঘঠিত জঙ্গি যুদ্ধের ভিডিও ক্লিপস দেখিয়ে উদ্বুদ্ধ করে আসছিল। তারা তুরস্ক, লেবানন সিরিয়া হয়ে ইরাকে যুদ্ধে কর্মী সরবরাহের চেষ্টায় সক্রিয়ভাবে কাজ করে আসছিল।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও তথ্য পাওয়া গেলে অভিযান চালানো হবে।
জেইউ/এআরএস