রাজধানীতে চালবোঝাই ট্রাক ছিনতাই
রাজধানীর কাকরাইলের মৎস ভবনের সামনে চালক ও হেলপারকে মারধর করে একটি চালবোঝাই ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ট্রাকের চালক মোহাম্মদ জাহিদ ও হেলপার আবদুল হালিম। পথচারীরা তাদেরকে আহত অবস্থায় ভোর পৌনে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।
চালক মোহাম্মদ জাহিদের প্রতিবেশী আবু বক্কর সিদ্দিক বলেন, মঙ্গলবার তারা বগুড়ার শেরপুর থেকে ট্রাকে চালবোঝাই করে পুরান ঢাকার বাবুবাজার চালের আড়তের দিকে যাচ্ছিলেন।
পথে কাকরাইল মৎস ভবনের সামনে দুর্বত্তরা চালক জাহিদের ডান কানে ও বাম হাতের বৃদ্ধা আঙ্গুলে কুপিয়ে ও হেলপার আবদুল হালিমের মাথায় আঘাত করে ট্রাকটি ছিনিয়ে নিয়ে যায়।
আহত ট্রাক চালক মোহাম্মদ জাহিদ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার দাতিয়া দিগর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।
জেইউ/বিএ