দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে
চলমান অবরোধের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ঢাকা ও খুলনা বিভাগে টানা ৪৮ ঘণ্টার হরতাল দ্বিতীয় দিনের মতো চলছে।
ঢাকা বিভাগের ১৭ এবং খুলনা বিভাগের ১০ জেলায় বুধবার ভোর ৬টা থেকে এ হরতাল শুরু হয়েছে। চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।
বিএনপির ডাকা দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেই ঢাকাসহ খুলনা বিভাগে ডাকা ৪৮ ঘণ্টা হরতালে নাশকতা এড়াতে প্রস্তুত রয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে এবং তাদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার দাবিতে ৪৮ ঘণ্টার এই হরতালের ডাক দেয় বিএনপি।
দলটির ডাকা দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেই এ হরতাল কর্মসূচি পালনে সকলের প্রতি আহবান জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএ