ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মিরপুরে বাসচাপায় শ্রমিক নিহত

প্রকাশিত: ০৩:৩৭ এএম, ২২ জানুয়ারি ২০১৫

রাজধানীর মিরপুরের পূরবী সিনেমা হলের সামনে বাসের ধাক্কায় নার্গিস আক্তার নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নার্গিস আক্তারের বাড়ি ভোলা জেলায়। তিনি কালশীর লালমাটিয়া এলাকায় থাকতেন। নার্গিস কেজি নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

নিহতের এক সহকর্মী জানান, ভোরে গার্মেন্টস এ যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন তারা। এ সময় একটি বাস নার্গিসকে ধাক্কায় দিলে তিনি আহত হন।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক নার্গিসকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক নার্গিসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএ