শিগগিরই মন্ত্রিসভায় উঠছে অনলাইন নীতিমালা
অনলাইন নীতিমালা চূড়ান্তের কাজ শেষ পর্যায়ে এনেছে সরকার। শিগগিরই এ অনলাইন নীতিমালায় মন্ত্রিসভায় উঠছে বলে ইঙ্গিত দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।
হাসানুল হক ইনু জানান, অনলাইন নীতিমালা মন্ত্রিসভায় পাস হবার পরেই মন্ত্রণালয়ের জমাকৃত অনলাইন তালিকার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম বান্ধব এ সরকারের তথ্য মন্ত্রণালয় শুধু দেশে নয় বিদেশের সঙ্গেও তথ্য ও গণমাধ্যম ক্ষেত্রে সহযোগীতা বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। আজ (মঙ্গলবার) ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী কলকাতায় যে আকাশবাণী মৈত্রী চ্যানেল উদ্বোধন করছে, সেখানে বাংলাদেশ ও ভারত দুই দেশের অনুষ্ঠানই প্রচারিত হবে।
এ সময় অনলাইন অ্যাক্রিডিটেশন কার্ড নবায়নের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলেও দাবি করেন তথ্যমন্ত্রী।
এমইউএইচ/আরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ২৯৯ ভোটকেন্দ্রে বিদ্যুৎ নেই, বিকল্প ব্যবস্থা রাখার নির্দেশ
- ২ যে কারণে মাতারবাড়ি নামে থানা গঠনের প্রস্তাব অনুমোদন
- ৩ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশের কঠোর বাস্তবায়নের দাবি
- ৪ শান্তিরক্ষায় কঙ্গোতে যাচ্ছেন বিমানবাহিনীর ৬২ সদস্য
- ৫ স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে ডিসির সঙ্গে প্রতারণা, যুবক গ্রেফতার