বিজিবি প্রহরায় সাড়ে ৮২ হাজার যানবাহন চলাচল
বর্ডার গার্ড় বাংলাদেশ (বিজিবি) এর নিরাপত্তা প্রহরায় ও র্যাব পুলিশের সহযোগীতায় দেশের বিভিন্ন রুটে প্রায় সাড়ে ৮২ হাজার যানবাহন চলাচল করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি হেড কোয়াটারের জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা।
তিনি জানান, শুক্রবার(২৩ জানুয়ারি) সকাল ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮১,২১০ টি বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল করেছে।
তিনি বলেন, বিজিবি, র্যাব ও পুলিশের নিরাপত্তা প্রহরায় দেশের বিভিন্ন এলাকা হতে নিম্নবর্ণিত রুটে যানবাহন চলাচল করেছে, কক্সবাজার-চট্টগ্রাম ১৪৫ টি, চট্টগ্রাম-কুমিল্লা-ঢাকা ৫,০০৯ টি, রাজশাহী-বগুড়া-বঙ্গবন্ধু সেতু-ঢাকা ৫৭,৮৪৭ টি, ঠাকুরগাঁও-দিনাজপুর-রংপুর-বঙ্গবন্ধু সেতু-ঢাকা ৩,০২২ টি, সিলেট-ঢাকা ১,১১৪ টি, ময়মনসিংহ-ঢাকা ৩৮৩ টি, ব্রাক্ষ্মণবাড়ীয়া, ফেনী-কুমিল্লা-ঢাকা ৩,৩৯৫ টি, যশোর, খুলনা, সাতক্ষীরা-দৌলতদিয়া-ঢাকা ১,৭৬৬ টি, যশোর, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া-লালনশাহ সেতু-ঢাকা ২,৭০০ টি, বঙ্গবন্ধু সেতু-ঢাকা ১,৮৭০ টি, পাটুরিয়া-ঢাকা ১,৯৪৪ টি, মাওয়া-ঢাকা ৭৬৬ টি, কাঁচপুর ব্রীজ-ঢাকা, ১,২৪৯ টি।
এছাড়াও পথিমধ্যে বিপুল সংখ্যক বাস ও পণ্যবাহী গাড়ী নিরাপত্তা বহরের সাথে যুক্ত হয়ে নিজ নিজ গন্তব্যস্থলে গমন করেছে।
তিনি আরও জানান, শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিজিবি’র নিরাপত্তা প্রহরায় দেশের বিভিন্ন স্থানে ৭৯৭ টি তেলবাহী ট্যাংকার চলাচল করেছে।
জেইউ/এআরএস