ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

খিলগাঁওয়ে অস্ত্র-গুলিসহ আটক ২

প্রকাশিত: ০৭:৫৩ এএম, ২৪ জানুয়ারি ২০১৫

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তিন রাউন্ডগুলি ও একটি সিএনজিসহ দুজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে খিলগাঁওয়ের ৭নং তিলপাপাড়ার ২১৮নং বাড়ির সাদিয়া এন্টারপ্রাইজ নামের একটি দোকানের সামনে থেকে ওই দুজনকে আটক করে গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলেন মো. নাসির হাওলাদার ও সিএনজি ড্রাইভার মো. ইউসুফ আলী। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র এডিসি (গণমাধ্যম) সাইদুর রহমান।

তিনি জানান, আটককৃতরা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এখবরের ভিত্তিতে তাদের আটক করা হয়।

গোয়েন্দা ও অপরাধতথ্য (পূর্ব) বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র ও গুলিসহ তিলপাপাড়া এলাকার ওই বাসায় অবস্থান করে আসছিল তারা।

এঘটনায় তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয় বলে জানান তিনি।

জেইউ/বিএ