ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ

প্রকাশিত: ০২:২৩ এএম, ২৬ জানুয়ারি ২০১৫

আজ আন্তর্জাতিক কাস্টমস দিবস। প্রতি বছর ২৬ জানুয়ারি ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৭৯টি দেশে দিবসটি পালন করা হয়।

২০০৯ সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) ২৬ জানুয়ারিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই বাংলাদেশও সংস্থাটির সদস্য হিসেবে দিবসটি পালন করছে।

এবার কাস্টমস দিবসের প্রতিপাদ্য- ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা: অংশীদারী সম্পর্কের একটি আন্তরিক আহ্বান’।

প্রতিবারের ন্যায় এ বছরও বাংলাদেশে নানা আয়োজনে দিবসটি পালিত হবে। এ উপলক্ষে আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি সেমিনারের আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং প্রধানমন্ত্রীর অর্র্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য অনুষ্ঠানে ব্যবসায়ী, স্টেক হোল্ডার এবং কাস্টমস কর্মকর্তাদের মধ্যে সনদ বিতরণ করা হবে। এছাড়া অনুষ্ঠানে কাস্টমসের ওপর ১৫ মিনিটের একটি প্রামাণ্য চিত্র থাকবে। এ উপলক্ষে জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে র‌্যালির আয়োজন করা হয়েছে।  

এআরএস