বাণিজ্য মেলায় নাগরদোলা ভেঙে আহত ৬
রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলায় একটি নাগরদোলা ভেঙে ছয়জন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে নাগরদোলা স্টল ফাঁকা হয়ে যায়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস জানান, এ ঘটনায় ছয়জন সামান্য আহত হয়েছেন। তারা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিএ/এমএস