টঙ্গিতে ১০ হাজার ইয়াবাসহ আটক ২
রাজধানীর অদূরে টঙ্গি এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দু’জন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার দিবাগত রাতে টঙ্গির ফিলিং স্টেশন রোড সংলগ্ন এলাকা থেকে ওই দুজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করে র্যাব-১ এর সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর সহকারি পরিচালক সিনিয়র এএসপি কামরুল হাসান। তিনি জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে তিনি আটককৃদের নাম পরিচয় জানাতে পারেননি।
বৃহস্পতিবার বিকেলে র্যাব-১ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
জেইউ/আরএস