ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ইত্তেফাকের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদকের মেয়ে খুন

প্রকাশিত: ০৮:০৭ এএম, ৩০ জানুয়ারি ২০১৫

রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক আকতার-উল-আলমের মেয়ের হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে রামপুরা মহানগর প্রজেক্টের ৫ নম্বর রোডের ১০৫ নম্বর বাসার ২য় তলার একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করে রামপুরা থানা পুলিশ।

নিহতের নাম ফাহমিদা আক্তার (৪৫)। তাকে শ্বাসরোধ হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ।

রামপুরা থানার ওসি মাহবুবুর রহমান জানান, সকালে কাজের বুয়া দড়জায় নক করে কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে রামপুরা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেন বাসার একটি বিছানায় শোয়ানো অবস্থায় রয়েছে ফাহমিদার মৃত শরীর। হাত-পা বাধা। গলায় ওড়না পেঁচানো। ধারনা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।  

তিনি জানান, ফাহমিদা ইত্তেফাকের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও ব্রনাইয়ের সাবেক রাষ্ট্রদূত মৃত আকতার-উল-আলমের মেয়ে । নিহতের স্বামী প্রবাসী, তাৎক্ষনিকভাবে তার নাম পাওয়া যায়নি। কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

জেইউ/এআরএস