ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হ্রাস পেতে পারে রাতের তাপমাত্রা

প্রকাশিত: ০৯:৪৭ এএম, ৩০ জানুয়ারি ২০১৫

সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

শুক্রবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গল ও রংপুরে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪১ মিনিটে।

আরএস