ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ফাতেহা-ই ইয়াজদাহম আজ

প্রকাশিত: ০৩:১৯ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৫

ফাতেহা-ই-ইয়াজদাহম আজ (রোববার)। হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি বড়পীর হজরত আবদুল কাদের জিলানি (র.) ইন্তেকাল করেন। তার ওফাতের দিনটি মুসলমানদের কাছে ফাতেহা-ই-ইয়াজদাহম নামে পরিচিত।

`ইয়াজদাহম` ফারসি শব্দ, যার অর্থ `এগারো`। এ দিনে আবদুল কাদের জিলানির (র.) স্মরণে মিলাদ-মাহফিলের আয়োজন করেন তার অনুসারীরা। বরাবরের মতো এবারও ইসলামিক ফাউন্ডেশন রোববার বাদ মাগরিব মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

ঢাকার আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুনি্নয়াসহ বিভিন্ন সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসটি উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

এএইচ/এমএস