সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি শ্রমিক নিহত ও একজন আহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির কাতিফ প্রদেশে এ দুর্ঘটনা ঘটেছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানী রিয়াদ থেকে ৩৫০ কিলোমিটার দূরের কাতিফ শহরে শ্রমিকদের বহনকারী গাড়ির সঙ্গে অপর একটি গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে ওই বাংলাদেশি ৬ শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরো এক শ্রমিক।
নিহতরা হলেন- বরিশালের উজিরপুরের সহোদর শহিদুল ও বাবুল, পটুয়াখালীর বাউফলের কেশবপুরের শহিদুল হাওলাদারের ছেল রফিকুল ইসলাম রফিকুল ইসলাম, ভোলার রানা সাহাবুদ্দিন। এছাড়া নিহত অন্য দুজন সিরাজুল ইসলাম এবং শরীফের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় সাইফুল নামে আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআইএস/এবিএস