ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পার্বত্য জেলা ভ্রমণে অনুমতি লাগবে

প্রকাশিত: ০৯:২৮ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

কূটনৈতিক ছাড়া সাধারণ বিদেশি নাগরিকদের পার্বত্য চট্টগ্রাম ভ্রমণে অন্তত একমাস পূর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির জন্য আবেদন করতে হবে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বান্দরবান জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী কর্মকর্তাদের ট্যাবলেট পিসি বিতরণকালে এ কথা বলেন।

তিনি জানান, গত ৭ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শান্তি চুক্তি পরবর্তী পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি ও প্রাসঙ্গিক বিষয়ে সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। তার সভাপতিত্বে উক্ত সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আরও অন্যান্য সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা প্রশাসন অফিসে পাঠানো এক তারবার্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয় অনেক সময় বিদেশি নাগরিক পররাষ্ট্র মন্ত্রণালয়কে না জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানিয়ে পার্বত্য অঞ্চলে যায়, যা সঠিক নয়। জেলা প্রশাসক বা পুলিশ সুপারের কাছে এ ধরনের কোন আবেদন হলে তা সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণের অনুরোধ করেন।

প্রাপ্ত তথ্যে আরো জানা যায়, আইনগত ভিত্তি না থাকায় সিএইচটি কমিশন এর নাম সংশোধন করে কমিশন শব্দটি বাদ রেখে অন্য কোনো নাম রাখার বিষয়ে অনুরোধ করা হয় এনজিও বিষয়ক ব্যুরোকে। এছাড়াও কোন দেশি-বিদেশি ব্যক্তি বা সংস্থা কর্তৃক পার্বত্য অঞ্চলে পাহাড়িদের সাথে সাক্ষাৎ কিংবা বৈঠক করতে চাইলে স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনী বা বিজিবি এর উপস্থিতি নিশ্চিত করার কথা বলা হয়েছে ।

আরও জানা গেছে পার্বত্য জেলা সমূহে পুলিশ/আনসার বাহিনীতে কর্মরত প্রাক্তন শান্তি বাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে অন্য জেলায় বদলির ব্যবস্থার কথা বলা হয়েছে। এছাড়াও বিগত ১০ বছরে পার্বত্য চট্টগ্রামে ইউএনডিপি কর্তৃক ১৬০ মিলিয়ন মার্কিন ডলারের উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি ও ফলাফল প্রেরণের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়।

আরও জানা যায়, শান্তিচুক্তি বিরোধী সশস্ত্র সংগঠন ও স্থানীয় সন্ত্রাসী গ্রুপ কর্তৃক চাঁদাবাজি, খুন, অপহরণ, মাদকদ্রব্য ও অস্ত্র চোরাচালান রোধকল্পে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা যায় ।

এছাড়াও জানা যায়, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি অনুযায়ী তিন পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত ৩৩টি বিষয়/বিভাগসমূহের মধ্যে ৩০টি সংস্থা/বিষয় ইতোমধ্যে হস্তান্তরিত হয়েছে।

এমএএস/আরআই