ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কনস্টেবল শামীমের লাশ রাজারবাগে, বাদ মাগরিব জানাজা

প্রকাশিত: ০৯:৩৭ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

দুর্বৃত্তদের নিক্ষেপ করা পেট্রল বোমা হামলায় নিহত পুলিশ কনস্টেবল শামীম আহমেদকে রাজারবাগ পুলিশ লাইনে নেওয়া হয়েছে। সেখানে বাদ মাগরিব তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর সন্ধ্যার দিকে নিহতের লাশ গ্রামের বাড়ির উদ্দেশ্যে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহারপুর ইউনিয়নের কুমিতপুর গ্রামে নেওয়া হবে।

নিহত শামীমের খালাতো ভাই মন্জুর রায়হান জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরাও জানান, শামীমের স্ত্রী বিলকিস বেগম অন্তঃসত্ত্বা।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা সাত মিনিটে নিহত শামীমকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কনস্টেবল শামীম। এর আগে রাজধানীর মৎস্য ভবন এলাকায় গত ১৭ জানয়ারি দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রলবোমা হামলায় দগ্ধ হন তিনি।

# নিহত কনস্টেবলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী
# পেট্রলবোমায় দগ্ধ কনস্টেবলের মৃত্যু

জেইউ/এমএএস/আরআই