ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বার্গম্যানের দন্ড : বিবৃতি প্রসঙ্গের আদেশ বৃহস্পতিবার

প্রকাশিত: ১০:১২ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৫

আদালত অবমাননার দায়ে দন্ডিত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজার বিষয়ে বিবৃতি দেয়া নাগরিকদের প্রসঙ্গে আদেশের জন্য ১২ ফেব্রুয়ারি  (বৃহস্পতিবার) দিন ধার্য করা হয়েছে। রোববার ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়।

আদালত অবমাননার দায়ে দন্ডিত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজার বিষয়ে বিবৃতি দেয়া নাগরিকদের কাছে ব্যাখ্যা চেয়ে গত ১৪ জানুয়ারি আদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। আদেশে ২৭ জানুয়ারির মধ্যে তাদেরকে হাজির হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে ওই বিবৃতির বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

আদেশ অনুযায়ী বিবৃতিদাতাদের মধ্যে ১৪ জন বিবৃতির জন্য নিঃশর্ত ক্ষমা চায়। এ ১৪ জন হচ্ছেন- ড. শাহদীন মালিক, এম হাফিজউদ্দিন খান, রিজওায়না হাসান, আসিফ নজরুল, বদিউল আলম মজুমদার, রাশেদা কে চৌধূরী, ইমতিয়াজ আহমেদ, আমেনা মোহসিন, লায়লা খান, শাহনাজ হুদা, জাকির হোসেন, অরূপ রাহী, শাহীন আক্তার ও ইলোরা দেওয়ান।

হাজির হয়ে রেজিস্ট্রারের মাধ্যমে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে ১২ জন জবাব দাখিল করেন। অন্য দু’জন ড. শাহদীন মালিক ও হাফিজ উদ্দিন খান ব্যাখ্যা প্রদান করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন আইনজীবীর মাধ্যমে।

১০ জন নিজেরাই ব্যাখ্যা প্রদান করে দুঃখ প্রকাশ এবং বাকি ২৫ জনের আইনজীবী ব্যাখ্যা প্রদানের জন্য সময়ের আবেদন জানায়। শুনানি শেষে তাদের মধ্যে ১৪ জনের সময়ের আবেদন মঞ্জুর করেছিল ট্রাইব্যুনাল। বিদেশে থাকা বাকি ১১ জনকে উপযুক্ত প্রক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। সে অনুয়ায়ী রোববার তাদের ব্যাখ্যা দাখিল করা হয়।

গত ২০ ডিসেম্বর দৈনিক প্রথম আলোতে ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। পরে মানবাধিকারকর্মী খুশী কবির বিবৃতি থেকে তার নাম প্রত্যাহার করে নেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট বিষয়ে ব্লগে আপত্তিকর মন্তব্য করায় সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করে গত ২ডিসেম্বর রায় দেয় ট্রাইব্যুনাল-২। এ অর্থ অনাদায়ে তাকে ৭ দিনের জেল ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়। ব্লগে লেখার মাধ্যমে তিনি ট্রাইব্যুনালের কর্তৃত্বকে চ্যালেঞ্জ, বিচারাধীন বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়ানো এবং ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছে বলে রায়ের পর্যবেক্ষণে বলা হয়।

ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট বিষয়ে ব্লগে লেখায় ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশনা চেয়ে গত বছর ২০ ফেব্রুয়ারি আবেদন করেন আইনজীবী আবুল কালাম আজাদ। বৃটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক ‘দ্যা নিউএজ’র বিশেষ প্রতিনিধি।

আরএস/পিআর