ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিদ্যমান আইনেই সহিংসতার মোকাবেলা

প্রকাশিত: ১০:৪৫ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি ও তার জোটের চলমান হরতাল অবরোধের সহিংসতা মোকাবেলায় বিদ্যামান আইনেই আরো কঠোর ব্যবহার করবে সরকার। আপাতত নতুন আইন করার প্রয়োজনীয়তা দেখছে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। পাশাপাাশ রাজনৈতিক ভাবে পরিস্থিতি মোকাবেলা করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে দগ্ধদের চিকিৎসায় সরকার পাশে  থাকবে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় সরকারের এসব সিদ্ধান্ত হয়েছে। অবশ্য এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদেও নতুন আইন করার প্রয়োজন নেই বলে জানিয়েছে।

বিদ্যমান সন্ত্রাস দমন আইন, বিশেষ ক্ষমতা আইন ও দ্রুত বিচার আইনের প্রয়োগেই পরিস্থিতি স্বাভাবিক করতে চায় সরকার। মন্ত্রী সভার বৈঠকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার চিত্র নিয়ে আলোচনা হয়।

বৈঠকের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, দেশব্যাপী চলমান নাশকতা নিয়ে মন্ত্রিসভায় আলোচনার সূত্রপাত করেন কয়েকজন মন্ত্রী। পরে বৈঠকে প্রধানমন্ত্রীকে আইনের বিষয়ে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, এসব নাশকতা মোকাবেলায় নতুন করে আইন প্রণয়নের কোনো প্রয়োজন নেই। সন্ত্রাস দমন আইন, বিশেষ ক্ষমতা আইন ও দ্রুত বিচার আইন কঠোরভাবে প্রয়োগ করা হলে নাশকতা বন্ধ করা যাবে।

আইনমন্ত্রীর বক্তব্যে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন বলে জানায় বৈঠক সূত্রটি। একই সাথে প্রধানমন্ত্রী বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের নির্দেশনা দিয়েছেন বলেও জানা যায়।

# মন্ত্রীসভায় অর্থমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা

এসএ/আরএস/আরআই