ডিএনসিসি’র অভিযানে ৭০ দোকান উচ্ছেদ ও জরিমানা
রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর ও শ্যামলীতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অভিযানে ৭০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ৫ জনকে এক লাখ ৭৫ হাজার টাকা জরিমানা ও ৫টি মামলা করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে ডিএনসিসি’র অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম অজিয়র রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অজিয়র রহমান জানান, কাটাসুর ও শ্যামলীতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এতে ফুটপাত দখল করে দোকান করায় ৭০টিরও বেশি দোকান উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদকালে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনে একজনকে ৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চারজনকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ও ৫টি মামলা করা হয়েছে।
জেএইচ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিশ্বে নজিরবিহীন দৃষ্টান্ত
- ২ মিরপুরে নির্বাচনি প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষ
- ৩ চট্টগ্রামে ১০ জনের মনোনয়ন প্রত্যাহার, বৈধ প্রার্থী ১১১, বাতিল ২
- ৪ যে বিবেচনায় পূর্বাচলে দুটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন
- ৫ পোস্টাল ব্যালট নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: সিইসি