ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মাগুরার গংগারামপুরে ২০ হাত উঁচু কালী প্রতিমা

প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৬ অক্টোবর ২০১৬

এবার কালীপূজার বিশেষ আকর্ষণ মাগুরা জেলার শালিখা থানার গংগারামপুর গ্রামের ২০ হাত উঁচু কালী প্রতিমা। ২৯ অক্টোবর শনিবার অমাবস্যার রজনীতে আরম্ভ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী শ্যামাপূজা। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এই তিনদিনের উৎসবে সর্বস্তরের মানুষের পদচারণায় মুখরিত হবে গংগারামপুরের প্রতিটি পূজামণ্ডপ। মন্ত্রমুগ্ধকর আলোকসজ্জা দেখতে প্রত্যেক বছরই দূরদূরান্ত থেকে ছুটে আসে হাজার হাজার মানুষ।

জানা গেছে, প্রতিবারই প্রত্যেকটি পূজামণ্ডপেই জমজমাট পরিবেশ থাকে। তিল ধারণের জায়গা থাকে না কোথাও। ২-৩ বছর শুধু গংগারামপুর কায়স্থপাড়া পূজামণ্ডপেই জমজমাট পরিবেশে কালী মায়ের পূজা অনুষ্ঠিত হতো। কিন্তু এর পরের বছর থেকেই উৎসবের ব্যাপকতা বাড়ায় গংগারামপুরসহ মনোখালী ও বৈখালী গ্রামেও জমকালো আয়োজনে শ্রীশ্রী শ্যামা মায়ের পূজা অনুষ্ঠিত হয়ে আসছে।

গংগারামপুর কায়স্থপাড়া সার্বজনীন পূজামণ্ডপের সভাপতি স্বগর্ত বাবু পরিতোষ কুমার রাহার বড় ছেলে প্রদীপ কুমার রাহা (পাপ্পু) জানান, এ বছর ১২টি পূজামণ্ডপে কালী মায়ের পূজা অনুষ্ঠিত হচ্ছে। সর্বস্তরের মানুষের ভেতরেই উৎসব ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এ আয়োজন। আর সর্বস্তরের মানুষের সহযোগিতা পাওয়া যাচ্ছে। যা প্রশংসনীয়।

গংগারামপুর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি তরফদার মাকসুদার রহমান (ডলার) জানান, ধর্ম যার যার উতসব সবার। কালী পূজাতে সবসময়ই একটা উৎসবের আমেজ বিরাজমান থাকে গংগারামপুরের প্রতিটা মানুষের ভেতরে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত থাকে আমাদের প্রশাসনের লোকজন এবং কালীপূজার অনুষ্ঠান যেনো সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সেদিকে সকলেরই আলাদা আলাদা দায়িত্ব থাকে।

এইচএস/এসএইচএস/এবিএস