ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কলকাতায় বঙ্গবন্ধু ভবন নির্মাণ করবেন মমতা

প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৫

ভারতের কলকাতায় বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু ভবন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সফরররত পশ্চিমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রখ্যাত শিক্ষাবিদ ও সংস্কৃতি ব্যক্তিত্বদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং লাখ লাখ মুক্তিযোদ্ধাদের স্মরণে আমরা কলকাতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু ভবন নির্মাণ করতে চাই। পাশাপাশি তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি চেয়ার প্রতিষ্ঠা করতে চান বলেও জানান।

যদিও বাংলাদেশ সরকার ইতোপূর্বে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বাংলাদেশ গ্যালারি নির্মাণ করেছে।
কোলকাতায় ৮ নম্বর থিয়েটার রোডে তৎকালীন মুজিবনগর সরকারের সচিবালয়টিকে ‘বাংলাদেশ ভবন’ ঘোষণা করা হবে কি-না বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ-এর এমন প্রশ্নের জবাবে মমতা বলেন, তিনি বিষয়টি ভেবে দেখবেন।

মমতা ব্যানার্জী বলেন, যেহেতু ভবনটি একটি ট্রাস্ট দ্বারা পরিচালিত হচ্ছে তাই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে কথা বলবো।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, অনেক বিখ্যাত ব্যক্তি বাংলাদেশ থেকে গিয়ে পশ্চিমবঙ্গে স্থায়ী হওয়ায় দুই বাংলার মধ্যে বিশেষ করে সাংস্কৃতিক দিক থেকে কয়েক দশকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাদের উপস্থিতি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে।

দুই বাংলার বাংলা ভাষাভাষীদের কল্যাণে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন মমতা।

অনুষ্ঠানে প্রতিনিধিদলের চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা প্রসেনজিৎ ও দেব, সঙ্গীত শিল্পী নচিকেতা এবং বাংলাাদেশের বিখ্যাত শিল্পী ও অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ এবং অধ্যাপক আনিসুজ্জামানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরএস/পিআর